Ticker

200/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সনাতন ধর্ম ও বাল্যবিবাহ

 

👉আজকে আপনাদেরকে জানাবো সনাতন ধর্মেরপবিত্র বেদ বাল্যবিবাহ সম্পর্কে সবাইকে কি শিক্ষা দিচ্ছে?

👉অনেক ব্যক্তিই আছে সমাজে যারা কেবল
কয়েকজন ব্যক্তির উদাহরণ টেনে বলে অমুক
মানুষ কম বয়সি মেয়েকে বিবাহ করেছেন।
তারা ভদ্র লোকের মতো আপনার সামনে
খাড়া করে একটি যুক্তি তুলে দেই তাহলো--

👉যদি ধর্মে না থাকতো তবে ঐ মানুষটি
(ছেলে বা মেয়ে) অল্প বয়সি মেয়ে কিংবা
ছেলে বিবাহ করলো কেনো?

👉এখানে যদি আমি অভদ্রের মতো একটা
যুক্তি খাড়া করে দিই তাহলে তো ভদ্র
লোককে টর্চ লাইট দিয়ে দিনের বেলায়
খুজতে হবে।

👉আমার অভদ্র যুক্তিটি হলো--

যদি ধর্মে না থাকতো তাহলে ঐ মানুষটি

(ছেলে বা মেয়ে) কেনো যুবক বা যুবতি অবস্থায়
বিবাহ করল??

👉এবার আসি পবিত্র বেদ এ বাল্যবিবাহ
স্বীকৃত দিচ্ছে কি না।

.
পবিত্র ঋগ্বেদ--৩/৮/৪

যুবা সুবাসাঃ পরিবীত আগাৎ স উ শ্রেয়ান্
ভবতি জায়মান্।
তং ধীরাসঃ কবয় উন্নয়স্তি স্বাধ্যোত মনসা
দেবয়ন্তঃ।।

.
বঙ্গানুবাদ -- যাহারা ব্রহ্মচর্য্য ধারণ এবং
বিদ্যা ও শিক্ষা গ্রহণ করেন না, অথবা
বাল্যবস্থায় বিবাহ করেন, সেই স্ত্রী পুরুষ
নষ্ট এবং ভ্রষ্ট হইয়া বিদ্ধানদিগের নিকট
হইতে প্রতিষ্টা লাভ করিতে পারেনা।
.
👉উক্ত মন্ত্রটিতে সকল ব্যাক্তিকে ব্রহ্মচর্য্য
পালন পূর্বক বিদ্যা ও শিক্ষা গ্রহণ করতে
বলা হচ্ছে। এবং বাল্যবস্থায় যে বিবাহ
করবে সে কখনো প্রতিষ্টা লাভ করতে
পারবেনা।

পবিত্র ঋগ্বেদ ৩/৫৫/১৬

আ ধেনবো ধুনয়ন্তামশিশ্বীঃ শবদুর্ঘাঃ
শশয়া অপ্রদুগ্ধাঃ।
নব্যানব্যা যুবতয়ো ভবন্তীর্মহদ্দেবার্নামসুরত্বমেকম্ঃ।।

বঙ্গানুবাদ -- কখনো ভ্রমক্রমে এবং
বাল্যবস্থায় মনেও পুরুষের ধ্যান করিবেন না,
কারণ উক্তরুপ ইহকাল ও পরকালের সুখসাধন
হইয়া থাকে, বাল্যবিবাহ হইতে পুরুষ অপেক্ষা
নারীর নাশ বেশিই হইয়া থাকে।

👉উক্ত মন্ত্র একজন নারীকে বলা হচ্ছে
বাল্যবস্থায় কখনো পুরুষকে কামনা
করিবেনা। এবং বাল্য বিবাহের ফলে পুরুষ
অপেক্ষা নারীর বেশি ক্ষতি হয়।
আমরা সকলেই এই বিষয়ে অবগত যে অল্প
বয়সে কোন মেয়েকে বিবাহ দিলেও সন্তান
জন্মদানের সময় বেশিরভাগ মেয়েই মৃত্যুমুখে
পতিত হয়। উক্ত মন্ত্রে এই দিকটিই
নির্দেশিত হয়েছে।

ঋগ্বেদ ১/১৭৯/১

পূর্ব্বীরহং শরদঃ শশ্রামাণাঃ দোষাবস্তো
রুষসো জরয়ন্তীঃ।
মিনাতি শ্রিয়ং জরিমা তনূনামপ্যূ নু
পত্নীর্বৃষনো জগমূঃ।।

বঙ্গানুবাদ ---আমি নিশ্চই করিতেছি যে
ব্রহ্মচর্য্য হইতে বিদ্যা,শিক্ষা,শরীর ও
আত্মীয় বল এবং যুবাবস্থা প্রাপ্ত হইয়া
বিবাহ করিব। ইহার বিরুদ্ধানুষ্টান বেদ
বিরুদ্ধ হওয়াতে কখনো সুখদায়ক হইতে
পারেনা।

👉উক্ত মন্ত্রে একজন ব্যক্তি প্রার্থনা করছে
যে সে যুবক অবস্থায় বিবাহ করিব, এবং সে
আরো বলেছে সে বিদ্যাগ্রহণ এবং ব্রহ্মচর্য্য
পালন করে যুবাবস্থায় বিবাহ করবে, এবং সে
ব্যক্তি আরো বলতেছে যে বাল্যবিবাহ
বেদবিরুদ্ধ অনুষ্ঠান তা কখনো সুখদায়ক হতে
পারেনা।

👉তাহলে বোঝা গেলো পবিত্র বেদ
বাল্যবিবাহের বিরুদ্ধে।